Jan 14, 2020
1926 Views

বেসিক কম্পিউটার প্রশিক্ষণ [পর্ব-৭] : মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট

Written by

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই ?

আজকের পর্বটি সাজানো হয়েছে মাইক্রোসফট অফিস এপ্লিকেশন প্যাকেজের মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে।

এই পর্বে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে ব্যাসিক আলোচনা করার চেস্টা করেছি।

পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করা হবে এবং কিভাবে পাওয়ার পয়েন্ট ব্যবহার করে সুন্দরভাবে প্রেজেন্ট টেশন বানানো যায় সেটা নিয়েও আলোচনা করা হবে।

সবাই মনযোগ সহকারে সম্পুর্ন ভিডিওটি দেখুন, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।

আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।

চলুন শুরু করা যাক ঃ

সুতরাং আমার সবগুলা ভিডিও সিকুয়েন্স অনুসারে দেখতে থাকুন এবং অনুশীলন করতে থাকুন।

এত টুলস এর ব্যবহার লিখে বোঝানো সম্ভব হয়না এবং লিখতে গেলে অনেক লিখতে হয়।

ভিডিও দেখুন, কোন সমস্যা মনে হলে টিউমেন্ট করুন  আর সেই সাথে নিয়মিত অনুশীলন করুন।

নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দেয়ার জন্য শেয়ার করুন।

তো আজ এই পর্যন্তই।

পরবর্তী পর্বে আবার দেখা হবে।

ততদিন সবাই ভালো এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ।

Submit your review
1
2
3
4
5
Submit
     
Cancel

Create your own review
Techtunes
Average rating:  
 0 reviews
Article Categories:
কম্পিউটার