অনলাইনে কিভাবে টাকা আয় করা যায়?
আমার কম্পিউটার আছে, আমি মুটামুটি টাইপিং করতে পারি, আমি কি টাকা আয় করতে পারব?
প্রথমেই আপনাকে ধন্যবাদ ও স্বাগতম জানাই Techtunes এর ডেস্কে পোস্ট করার জন্য,
আমি ফ্রিল্যান্সিং বিষয়াদি নিয়ে টেকটিউন্সে পোস্ট করি, আপনি ভালো লেখতে পারেন জেনে আনন্দিত হলাম, আপনাকে সাধুবাদ ও আনন্দের সাথে জানাচ্ছি যে আপনিও চাইলে অনলাইন থেকে আয় করতে পারবেন, অনলাইন মারকেটপ্লেস গুলোতে প্রচুর পরিমাণ কাজ পাওয়া যায় যেমন কন্টেন্ট রাইটিং বা ডাটা এন্ট্রির, আপনি খুব সহজেই সেগুলা থেকে ইনকাম করতে পারবেন,
ফ্রিল্যান্সিং সম্পর্কিত এরকম সব তথ্য পেতে আমাদের ফ্রিল্যান্সিং গপ্প গুলো পড়ে নিতে পারেন https://techtunes.com.bd/category/freelancing-goppo/
এখান থেকে, ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন এবং সমস্যায় জিজ্ঞাসা করবেন আমরা সাধ্যমত চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার।
KK from Techtunes <3


আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি কি আমাকে একটু জানাবেন আমি সেগুলা কাজ কিভাবে করতে পারবো? কোথায় পাব? আর এগুলা শিখার মত কিছু আছে কি?

কাজল ভাই আপনি অনেক সুন্দর করে লেখতে পারেন অনেক ভাল লাগে ভাই আপনার লেখা বুঝতে অনেক সুবিদা হয়।
ধন্যবাদ ভাই/বোন, আমি চেষ্টা করি সবটুকুই নিজের ভিতর থেকে সবাইকে দেওয়ার জন্য, যার জন্য হয়তো সুবিধা হয় বুঝতে, আসল কথা হচ্ছে যা দিচ্ছি আপনাদের জন্য সবটুকুই মন থেকেই লিখে দিচ্ছি 🙂 সব সময় টেকটিউন্সের সাথেই থাকবেন।।
@Core Tuner
অবশ্যই, আপনি upwork.com কিংবা freelancer.com কিংবা fiverr.com এর জব পোস্টগুলা দেখতে পারেন, সেখানে অনেক কন্টেন্ট রাইটিং বা ডাটা এন্ট্রির জব প্রতিনিয়ত পোস্ট হচ্ছে, আপনি এপ্লাই করে জব নিতে পারেন, এগুলা তে শিখার মত কিছু আছে যদি জিজ্ঞেস করেন তাহলে বলব আপনার ইংলিশ কতটা স্ট্রং, যদি খুব বেশি স্ট্রং হয় তাহলে শুধু প্যাটার্ন শিখবেন যে কিভাবে একটা কন্টেন্ট লিখলে বেস্ট হবে, এর বেশি কিছু লাগবে না 🙂
Vi kamne ki kichu to hosca na
কি হচ্ছে না? একটু ক্লিয়ারলি বলুন, চেষ্টা করবো খুলে বলতে।
movi site valo akta adnetwork r nam bolun ja trusted.
Freelancing is best. কেন বলছি এইখানে দেখে নিন
https://techtunes.com.bd/education/tune-id/4243/
Nice Answer