বাংলাদেশ থেকে অনেকে হাজার হাজার ডলার আয় করেন। অনেকের কাছে শিখতে গেলে দাবি করে মোটা অংকের টাকা। এই লেখাটি পড়ে আপনার জীবন পালটে যেতে পারে। সকলের মঙ্গলের জন্য অবশ্যই লেখাটুকু পরুন আর শেয়ার করুন।
যারা প্রথমে অনলাইনে ইনকাম করতে আসে তারা বেসিরভাগি যায়-
- PTC/Adclick, Bitcoin, ইত্যাদি।
- Visa, Craigslist traffic ইত্যাদি।
- Link Shortner, Link share ইত্যাদি।
- Blooging, Adsense, Youtube ইত্যাদি।
- Upwork, freelancer, Fiver, ইত্যাদি।
- Affiliate Marketing, CPA Marketing.
এইবার এসকল সমস্যা ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
1. PTC/Adclick, Bitcoin ইত্যাদি-
সবথেকে বাজে এবং প্রতারনা হচ্ছে এইটি। PTC/Adclick/ Bitcoin ফসিট দিয়ে কোনদিন ভালো ইনকাম করা সম্ভব নয় রেফারেল ছাড়া। সকলেই রেফারেল এর জন্য মাথা নষ্ট করে খুব পরিশ্রম করে কয়েকমাস। কিন্তু পরে যখন সে বুঝতে পারে যে এইটা দিয়ে তার ইন্টারনেট এর খরচ উঠছেনা তখন অনলাইনে ইনকাম করার সাধ মিটে যায়। তবে খুব দামি কম্পিউটার এবং মাইনিং মেশিন দিয়ে বিটকয়েন ও এধরনের কারেন্সি মাইনিং করে কিছুটা ইনকাম করা যায়। কিন্তু সেজন্য অনেক টাকা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট থাকা লাগবে। আমার মতে এসবে না যাওয়াই ভাল। বর্তমানে বাংলাদেশে এধরনের কারেন্সি নিষিদ্ধ আর এধরনের কারেন্সি থেকে টাকাতে Exchange করাও অনেক ঝামেলা।
2. Visa, Cl/Cgaigslist traffic ইত্যাদি-
অনেকেই অনলাইনে / কোন মাধ্যমে কারো আন্ডারে এই কাজ গুলো করে থাকে। কিন্তু অবাক হলেও সত্য যে এইটারও কোন ভবিষ্যত নায়। কারন বায়ারের Affiliate Marketing, CPA Marketing এর জন্য আপনাকে খাটিয়ে নিবে, কিন্তু খুব বেশি কিছু দিবে না। আর সবথেকে বড় কথা হল বেশীরভাগ ক্ষেত্রেই এই ধরনের কাজ গুলো লিগাল হয় না। আজ আছে কাল নাও থাকতে পারে।
3. Link Shortner, Link share ইত্যাদি –
আপনি যেকোনো লেখা, সফটওয়্যার এর ডাউনলোড লিঙ্ক Short করে নিবেন। এর ফলে এই লিঙ্কে অন্য কেও ক্লিক করলে ৫ সেকেন্ড এর একটা অ্যাড দেখবে এর ফলে আপনি .০০১- .০২ ডলার পাবেন। যারা অনলাইনে একেবারে নতুন বা কোন কাজ জানেন না তারা এইতা করতে পারেন। পাশাপাশি অন্ন কাজ গুলো শিখতে থাকবেন।
4. Blooging, Adsense, Youtube ইত্যাদি-
এইটা মুলত আপনার অভিজ্ঞতা সম্পর্কে, মানুষের উপকার করে বিভিন্ন লেখালেখি করবেন অথবা ভিডিও শেয়ার করবেন, ডাউনলোড লিঙ্ক দিবেন। আর এইখানে Adsense এর অ্যাড দেয়া থাকবে কেও এই অ্যাডে ক্লিক করলে .০০১-২০০ ডলার ইনকাম হবে। তবে Youtube এ একটা মজা আছে, অ্যাডে কেও ক্লিক না করলেও আপনার ইনকাম হবে। যদিও সেইটা খুব সামান্য তবে আজীবন সেইটা আসতে থাকে। অনলাইন এ কাজ করতে গেলে এইটা আপনি কখনই বাদ দিতে পারবেন না। আকারন এইগুলা খুব ফলদায়ক ও প্রয়োজনীয় জিনিস।
5. Upwork, freelancer, Fiver, Microworkers ইত্যাদি-
যারা খুব ভালো মানের কাজ জানেন তারা এইকাজ করে থাকেন। Upwork, freelancer এর মত ওয়েবসাইটে বিভিন্ন ক্রেতা তাদের প্রয়োজন মত কাজ (টেন্ডার) ছাড়ে। আপনি যদি সেই কাজটি পেতে
চান তবে বিড করে কাজ পেতে হয়। প্রথম অবস্থায় কাজ কেও দিতে চায়না এর ফলে অনেকেই এটাঅপছন্দ করেন। কিন্তু এইখানে ৪-১০০০০ ডলার পর্যন্ত ইনকাম করা সম্ভম।
Fiverr রে ৫-৯৯৫ ডলারের এর কাজ করা যায়। এইখানে আপনি আপনার সেবা সম্পর্কে তথ্য দিয়ে গিগ তৈরি করে রাখবেন। কোন ক্রেতা সেই সেবা নিতে চাইলে আপনাকে কাজ দিবে তার ফলে আপনি ৫ ডলার পাবেন (১ ডলার Fiver কেটে রাখে) তবে ফাইভারে বিড না করেও কাজ পাওয়া যায়।
Microworkers এ খুব ছোট সহজ কাজ থাকে। আপনি ইচ্ছা মত খুব সহজেই এই কাজ গুলো করতে পারেন। এইখান থেকে .১০-৫ ডলার এর কাজ থাকে।
6. Affiliate Marketing, CPA Marketing-
অনেকে আবার এসকল গণ্ডি পেরিয়ে আফফিলিয়েট ও সিপিয়ে মার্কেটিং সম্পর্কে আগ্রহি হয়। আর এই মাদ্ধমে ইনকাম করতে চাইলে আপনাকে খুব বেশি অভিজ্ঞ হতে হবে। আর উপরের সকল বিষয়েই খুব বেশি Knowledge থাকতে হবে। পেইড প্রমোশন (টাকা) ছাড়া Affiliate & CPA Marketing করা প্রায় অসম্ভব। এছাড়া ফ্রি ট্রাফিক নিয়ে আসতে গেলে অনেক সময়েরও দরকার হয়।
কিছু কিছু Affiliate Marketing, CPA Marketing করতে গেলে অফার লিঙ্কে, বোকা মানুষদের দিয়ে ক্লিক, সাইনআপ করাতে হবে।
বর্তমানে বেশীরভাগ ডিজিটাল প্রোডাক্ট এর অফার লিঙ্ক গুলো দেখলে মানুষ বুঝে যায় এইটা অফার লিঙ্ক তাই তারা এড়িয়ে যায়। এমনকি এধরনের লিঙ্ক গুলকে এন্টিভাইরাস, ব্রাউজার স্পামি লিঙ্ক হিসেবে সনাক্ত করে। আর অনেক কাজের জন্যই টাকা খরছ করতে হবে। ফ্রিতেঁ গেলে ইনকাম করতে বছর পার হয়ে যাবে কিন্তু টাকার মুখ দেখতে পাবেন না। Affiliate Marketing, CPA Marketing করে প্রতিদিন ১০-১০০০০ ডলার ইনকাম করা সম্ভব। Web development, digital marketing, market research ইত্যাদি বিষয়ে আপনি খুব অভিজ্ঞ হলে ড্রপশিপিং এর মাধ্যমে অনেক বেশি টাকা আয় করতে পারবেন।
এছাড়া আরও অনেক ভাবেই ইন্টারনেট থেকে আয় করা যায়। আমি শুধুমাত্র কয়েকটি পরিচিত কাজ সম্পর্কে আলোচনা করেছি।
***এখন ভাবছেন, তাহলে আপনার কি করা উচিত?***
আসুন আজ এই সুবিশাল কমিউনিটিতে, সঠিক পথে কিভাবে চলবেন সব কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের সকল অভিজ্ঞতা। আমারা বাঙ্গালিরা এততাই খারাপ যে নিজেরা নিজেদের পেটে লাথি মারি। আজ আমাদের মাঝে কোন একতা নেই, নিজে কিছু জানলে কাওকে বলিনা হিংসা করে। কেও আবার এই গুলাকে সিক্রেট টিউটোরিয়াল করে বিক্রি করছি।
২০১২ তেঁ টিভি তে পাকিস্তানী চ্যানেলে একটা খবরে দেখেছিলাম। সেইটা ছিল “পাকিস্তান থেকে বিচ্ছিন্ন ছোট্ট একটি দেশ বাংলাদেশ, কিন্তু আজ সেই বাংলাদেশ অনলাইন ইনকামের দিক থেকে পাকিস্তানের থেকে অনেক এগিয়ে”। কিন্তু বর্তমানে সেইটা অনেক পালটে গেছে। এখন এশিয়ার মধ্যে পাকিস্থান ২ নম্বরে আছে। কারন নিজেদের মধ্যে তারা কখন প্রতারনা করে না, করলে অন্যদের সাথে করে। নিজেদের মধ্যে জ্ঞান আদান প্রদান করার ফলে, আজ তারা অনেক উপরে আছে। আমি নিজে বিশ্বাস করি, জ্ঞান দান করলে কারো জ্ঞান কমে না, বরং আলোচনার মাদ্ধমে তা আরও বাড়ে।
নিজেকে প্রশ্ন করুন আপনার ভাগ্য/কপাল কেও কি নিতে পারবে?
না, সেইটা মহান আল্লাহ তাআলার হাতে। আর বাংলাদেশে অনেকেই প্রতারিত হয়ে, সঠিক পথ না পেয়ে অনলাইনে ইনকামের কথা শুনলে বিরক্তি প্রকাশ করে। কিন্তু এখন থেকে তা আর আমি হতে দিব না।
আজ আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন, ভালো কাজের জন্য। মানুষের উপকার করলে, আল্লাহ সেটার বিনিময়ে ভালো কিছুই দেন।
যদি নিঃস্বার্থ ভাবে কাজ করতে চান, ভালো মানসিকতা নিয়ে সামনে এগুতে চান, তাহলে যোগ দিন এই কমিউনিটিতে।
ভাবছেন কত টাকা সে আবার চেয়ে বসে? না, আমি কোন টাকা চাইনা। শুধু চাই আপনারা আমার জন্য আল্লাহর কাছে মন খুলে দোয়া করবেন।
সুধুমাত্র ফ্রিলান্সিং করে মাসে ১ লক্ষ টাকারও বেশি ইনকাম করা যায় (আমি নিজেও করি)। পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব।
কিভাবে এইগুলো থেকে আয় করবেন, নিজেকে সচ্ছল এবং সমৃদ্ধ করবেন, আসুন জেনে নিই আর কাজ করা শুরু করি আজ থেকেই।
এর জন্য লাগবে সুধুমাত্র ১ টি কম্পিউটার/ল্যাপটপ এবং ইন্টারনেট ( মোবাইল দিয়ে কাজ করা যাবে না)। আর একটা বিষয় লাগবে তা হলো আপনার আগ্রহ। আমি আপনাদের দেখাব, কোন বিষয় নিয়ে কাজ করবেন।
Submit your review | |
Techtunes
Average rating: 15 reviews
Mar 21, 2020
Good
I Want this work immediately.
Feb 18, 2020
Good
i WANT THE WORK
Dec 3, 2019
Showkat22
Showkat22
Dec 3, 2019
complement
superrb
Dec 3, 2019
Geyas
Gazi
Page 1 of 3:
«
‹
1
2
3
›
»
Article Tags:
earn money · earn money from home · earn money online · fiverr · freelancing; · how to income money online · income money · techtunes · techtunesbd · অনলাইন ইনকাম · ফাইভার · ফ্রিলান্সিং