আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালই আছেন।
আজ আমি দেখাব আপ্নারা কিভাবে Ring ID android app থেকে দিনে ১০০-৩০০০ টাকা আয় করতে পারবেন।
রিং আইডি নতুন একটি কয়েন বের করেছে যেটার মূল্য ১ ডলার করে। আর আপনারা কিছু কাজ করেই আড়াইশো থেকে 300 ডলার অর্থাৎ Ringbit কয়েন নিতে পারবেন। তো কিভাবে কয়েন নেবেন সেটা নিচে বলে দিচ্ছি।
বিঃদ্রঃ শুধুমাত্র নতুন ইউজার রা এই অফারটি জন্য প্রযোজ্য।
যারা পুরনো ইউজার আছেন তারা অ্যাপসটি আনইনস্টল করে পুনরায় ইনস্টল করুন এবং নিচের দেখানো পদ্ধতিতে একাউন্ট করুন:
নিচের স্টেপ গুলো অনুসরণ করলেই আপনারা এই কাজটি করতে পারবেন। সুতরাং শুরু করা যাক।
স্টেপ ১ঃ রেজিস্ট্রেশান করবেন যেভাবেঃ
প্রথমেই প্লে স্টোর থেকে ring ID app টি ডাউনলোড করে ইন্সটল করে নিন। আপনারা নিচের লিঙ্ক থেকেও ডাউনলোড করতে পারেন।
স্টেপ ২ঃ
এবার ওপেন করে আপনার ফোন নাম্বার, নাম এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশান করে নিন। নিচের স্ক্রিনশট ফলো করুন।
স্টেপ ৩ঃ
এবার নিচের স্ক্রিনশট এর মত রেফার কোড দেবার অপশন দেখাবে। সেখানে এই কোড বসিয়ে দিন। তাহলে আপনি ২০ টাকা পেয়ে যাবেন। রেজিস্ট্রেশান করলেই বোনাস পাবেন।
রেফার কোডঃ 12410947
এই রেফার কোড না বসালে আপনি শুরুতেই বোনাস ২০ টাকা পাবেন না। মনে রাখবেন এই রেফার কোড না বসালে আপনার রেজিস্ট্রেশান কমপ্লিট হবে না। সুতরাং রেফার কোড বসিয়ে রেজিস্ট্রেশান কমপ্লিট করে নিন।
স্টেপ ৪ঃ কিভাবে আয় করবেনঃ
এখন আপনার রেজিস্ট্রেশান কমপ্লিট। এবার আপনার আয় কিভাবে হবে সেটা নিয়ে কথা বলব। এতক্ষণে হয়ত বুঝে গেছেন কিভাবে আয় হবে। তবুও বলছি, আপনি রেজিস্ট্রেশান করলে আপনি একটি রেফার কোড পাবেন। সেই রেফার কোড দিয়ে যতজন কে আপনি রেজিস্ট্রেশান করাতে পারবেন প্রতি রেজিস্ট্রেশান এর জন্য আপনি ২০ টাকা করে পাবেন।
যদি প্রতিদিন আপনি ৫০ জন কে রেফার করেন তাহলেই ১০০০ টাকা আয় করতে পারবেন। আর বেশি করতে পারলে আর বেশি আয় করতে পারবেন।
এছাড়াও আপনি অ্যাপ এর ভিতরে ad দেখে পয়েন্ট আয় করতে পারবেন। পরে সেসব পয়েন্ট থেকে আপনি টাকা তে কনভার্ট করে তুলতে পারবেন।
স্টেপ ৫ঃ কিভাবে রিংবিট আয় করবেন?
রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার সাথে সাথে আপনার একাউন্টে 50 টাকা জমা হয়ে যাবে এরপর কিভাবে Ringbit কয়েন নেবেন সেটা বলে দিচ্ছি
- এজেন্ট অপশনে যাবেন
- ভোটদিন এ ক্লিক করুন
- খালি বক্সে 12410947 এই কোডটি লিখে সাবমিট করুন
- তাহলে আপনি আরো 10 ringbit কয়েন পেয়ে যাবেন
- উপরের পদ্ধতিতে এখন যেকোনো রিং আইডি ইউজারকে ভোট দিলে আপনি 5 Ringbit কয়েন করে পাবেন
- আপনি সর্বোচ্চ 100 জনকে ভোট করতে পারবেন এবং সর্বোচ্চ 500 ডলার অর্থাৎ 500 Ringbit নিতে পারবেন
- রিং আইডি অ্যাপস থেকেই এই কয়েন সেল করে আপনি টাকা সরাসরি বিকাশে নিতে পারবেন।
রিং আইডি নতুন এই কয়েনটি চালু করেছে তাই এখন ফ্রিতে কয়েন জমিয়ে রাখুন পরে এর দাম 1 ডলার বেশি হতে পারে এবং তাড়াতাড়ি আর্নিং শুরু করে দিন।
স্টেপ ৫ঃ কিভাবে টাকা তুলবেনঃ
আপনার টাকা তুলতে কোন সমস্যাই হবে না। আপনি বিকাশ অথবা রকেট দিয়ে টাকা তুলতে পারবেন। নিচের স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবেন।
আশা করি সবকিছু বুঝতে পেরেছেন। কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।