যাদের বিকাশ অ্যাপ ওপেন হয় না।যার কারণে রেজিষ্ট্রেশন করে বোনাস নিতে পারেননি তারা নিচের লিংক থেকে অ্যাপ ডাউনলড করে রেজিস্টেশন করে ১৫০ টাকা ফ্রী নিন। এখন নিজের ফোন দিয়ে বিকাশ একাউন্ট খুল্লেই পাচ্ছেন ১৫০ টাকা বোনাস। যা সাথে সাথে পেয়ে যাবেন। ২ মিনিটে নিজের ফোন দিয়ে বিকাশ একাউন্ট খুলে নিন।
১. প্রথমে এই লিংক থেকে অ্যাপ ইন্সটল করুন। 🌹অ্যাপ লিংকঃ-
২.অ্যাপ ওপেন করে উপরের দিকে লিখা login/ registration এ ক্লিক করুন। তারপর পরের পেজে login/ new account লিখা আসবে। new account এ ক্লিক করুন।
৩. যে নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট খুলতে চান সেই নাম্বার দিন। ( সিম টা ফোনে থাকতে হবে)
৪. তারপর ফোনে একটা কোড যাবে।
৫. আপনার ভোটার আইডি কার্ড এর সামনের একটা ছবি তুলুন,next দিয়ে পিছনের একটা পিক তুলুন।
৬. কিছু তথ্য আসবে, সেগুলি চেক করে কনফার্ম করুন।
৭. কিছু ইনফরমেশন চাবে, সেগুলি দিন।
৮.যার ভোটার আইডি কার্ড দিয়ে বিকাশ একাউন্ট খুলতে চান তাএ একটা পিক তুলে দিন। তার পর কনফার্ম করুন।
হয়ে গেলো একাউন্ট খুলা।
৮.এবার আপনার ফোনে গিয়ে *247# দায়াল করে, 1 চাপুন।তারপর ৫ ভিজিট এর একটা পিন সেট করুন। তারপর পরে পেজে আবার সেই পিন দিয়ে কনফার্ম করুন। তারপর দেখবেন আপনার ফোনে মেসেজ এ ১৫০ টাকা এসে গেছে।
Submit your review | |